Looking For Anything Specific?

ভণ্ড সাধুবাবার ভয়ানক পরিণতি



এটা অনেকদিন আগের কথা। সে সময় ভুতের খুব উপদ্রব ছিল। কিছু হলেই, সবাই বলতো একে ভুতে ধরেছে, ওকে ভুতে হাওয়া করে দিয়েছে, ওখানে যাইস না- ভুত আছে, রাতে কেন বের হুইসিস- ভুতে ধরবে, ইত্যাদি ইত্যাদি।

এমন সময় ভুত তাড়ানোর সাধু বাবাদেরও কদর কম ছিল না। কিছু হলেই, সেই সাধু বাবাদেরকে ডেকে আনা হতো। তারা ঝাড়- ফুক করে কি কি যেন বিড় বিড় করে বলতো। আর রোগীর শরীরে শুধু ফু ফু করতো। কয়েকদিনেই ভুত বাপ বাপ বলে পালাতও।এমন সময় একটা যুবক কোনো কাজ খুঁজে পাচ্ছিলো না। কি করবে তা নিয়ে সে অনেক ভাবনায় পড়ে যায়। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। সে সাধু বাবা সেজে অনেক টাকা আয় করতে পারবে। কিন্তু সাধু বাবা সাজবে কীভাবে?.......................

বাকি কাহিনীটুকু পড়তে নিচের বোল্ড করা লেখাটিতে ক্লিক করুন

ভণ্ড সাধুবাবার ভয়ানক পরিণতি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ