এক সময়ে এক গ্রাম ছিল। গ্রামের নাম হাটতোলি। সেই গ্রামে ছিল একটিই মাত্র স্কুল। স্কুলটির নাম ছিল রাউজ্ঞা হিলি সরকারি হাই স্কুল। সেই স্কুলএ অনেক কড়া নিয়ম কানুন। যে ছাত্র নিয়ম মেনে চলবে না তার শাস্তি অপরিহার্য। তবে সেই স্কুল এ ভালোই পড়াশোনা হতো। কেউ আজ পর্যন্ত বলতে পারেনি স্কুলে কোন পড়ালেখা হয় না। আর সেখানকার স্যার ম্যাডাম গুলো সবসময় নিয়মকানুন মেনে চলতো। আর তারা ছিল উচ্চ সুশিক্ষিত।
কিন্তু সেই স্কুলের ছাত্ররা এতো নিয়মকানুন মেনে চলতে চায় না। তারা একটুকু স্বাধীন ভাবে লেখাপড়া করতে চায়। সেখানকার প্রধান শিক্ষক ছিলেন অনেক রাগী। তিনি স্কুল মিস করা শিক্ষার্থীদের শাস্তি হিসেবে কান ধোরিয়ে দেন এবং সূর্যের দিকে তাদের মুখ তাকিয়ে থাকতে বলেন। সেই স্কুল এ পড়তো সুমন। সে ক্লাস ৯ এ পড়তো। সুমন স্কুলের নিয়মকানুন মানতে চাইতো না। সে বলতো এই স্কুল এ কোন স্বাধীনতা বলতে কিছুই নেই। তাই সুমন একদিন স্কুল থেকে পালিয়ে স্কুলের পাশের পার্কে খেলা দেখতে গেলো................
বাকিটুকু পড়তে হলে নিচের বোল্ড করা লেখাটিতে ক্লিক কর।
0 মন্তব্যসমূহ