https://www.facebook.com/100086566310353/posts/170452302516979/?mibextid=MhELn3SbRIMHX9Bv
এক গ্রামে ছিল এক একটা পাগলা। নাম ছিল মুরাদ। সবাই তাকে মুরাদ পাগলা বলে ডাকত। যদিও সে পাগল, কিন্তু তার সামনে কোনো অন্যায় দেখলে সে ঝাঁপিয়ে পড়তো অন্যায়েরhttps://www.facebook.com/100086566310353/posts/170452302516979/?mibextid=MhELn3SbRIMHX9Bv বিরুদ্ধে কথা বলতে। সে তার আশেপাশের সবাইকে সাহায্য করার চেষ্টা করত। কিন্তু সবাই তাকে পাগল বলে ক্ষ্যাপায়।https://www.facebook.com/100086566310353/posts/170452302516979/?mibextid=MhELn3SbRIMHX9Bv
hotovaga.com/blog/make-money-photo-saling/501
একবার গ্রামে এক রাজার আক্রমণ ঘu.টে। ওই রাজা সবাইকে বলে দেন যে, এই রাজ্যের নতুন রাজা হলেন তিনি। আগের রাজাকে তিনি কারাবন্দি করে রেখেছেন। আগের রাজার মন্ত্রী, আগের রাজার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই আগের রাজা তার কাছে পরাজিত হয়েছেন। তাই তিনি তাকে বন্দি করে রেখেছেন। তিনি আগের রাজার দিগুন খাজনা প্রজাদের উপর চাপিয়ে দেন। আর বলেন, যারা এই খাজনা দিতে পারবে না, তাদেরকে তিনি শুলে চড়াবেন। আগের রাজা খুব ভালো ছিলেন। তিনি প্রজাদের দুঃখ-কষ্ট বুঝতেন। তাই প্রজাদের প্রায় খুব কম খাজনা দিতে হতো। কাউকে কাউকে তিনি খাজনা মাফ করে দেন। ফলে প্রজারা তাকে বড্ড ভালোবাসত।.............
বাকিটুকু পড়তে নিচের বোল্ড করা লেখাটিতে ক্লিক করুন।
0 মন্তব্যসমূহ